আমাদের ভারত, ৮ জানুয়ারি: ভোটের মুখে ফের বুথ লেভেল অফিসারের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মালদার আইসিডিএস কর্মী সম্পৃতা চৌধুরী সান্যালের (৪৮) মৃত্যুর জেরে তৃণমূল কংগ্রেস কাঠগড়ায় দাঁড় করিয়েছে নির্বাচন কমিশনকে। ২৪ ঘন্টা না কাটতেই তদন্তের পর বৃহস্পতিবার কমিশন সরকারিভাবে নস্যাৎ করল তৃণমূলের অভিযোগ।
তৃণমূলের সুরে সংবাদমাধ্যমের একাংশ অত্যধিক কাজের চাপ এবং হাড়কাঁপানো ঠান্ডার মধ্যে এসআইআর-এর কাজ করতে গিয়েই অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ তুলেছে। পাঠকদের একটা বড় অংশ এতে প্রভাবিত হচ্ছে।
বৃহস্পতিবার অতিরিক্ত মুখ্য নির্বাচনী অফিসার (এসিইও) জানিয়েছেন, “জেলা নির্বাচন কর্মকর্তার রিপোর্ট অনুযায়ী, মালদা পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেনি। মৃত বিএলও শ্রীমতি সম্পৃতা চৌধুরী সান্যালের মৃতদেহ দাহ করার আগে ময়নাতদন্তও করা হয়নি। এই মৃত্যু দুর্ভাগ্যজনক। কিন্তু এর সাথে এসআইআর-এর কর্তব্য পালনের সম্পর্ক স্থাপনের কোনও সুস্পষ্ট প্রমাণই নেই। তাই এসআইআর-কে দোষী সাব্যস্ত করার দাবিটি বিভ্রান্তিকর।“ এসিইও-র এই যুক্তি যুক্ত করা হয়েছে নির্বাচন কমিশন ও তার মুখপাত্রের এক্স হ্যান্ডেলের সঙ্গে।

