আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১২ জুলাই: পঞ্চায়েত ভোটের পূর্ব মেদিনীপুর জেলার সার্বিক ফলাফল দেখে নেওয়া যাক এক নজরে-
জেলায় মোট-
গ্রাম পঞ্চায়েত ২২৩টি
তৃণমূল কংগ্রেস ১৩৭ টি
বিজেপি ৬১টি
ত্রিশঙ্কু ২৪ টি
কংগ্রেস একটি (কোলাঘাটের সাগরবাড় গ্রাম পঞ্চায়েত)
মোট পঞ্চায়েত সমিতি ২৫ টি
তৃণমূল কংগ্রেস ১৯ টি
বিজেপি ৪ টি
(কাঁথি ১, খেজুরি ২, নন্দীগ্রাম ২, শহীদ মাতঙ্গিনী)
ত্রিশঙ্কু ২ টি (নন্দীগ্রাম ১, এগরা)
জেলা পরিষদের মোট আসন ৭০
তৃণমূল কংগ্রেস ৫৬
বিজেপি ১৪

