East Medinipur, Asha Worker, “আশা” কর্মীদের পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৫ আগস্ট: পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলার দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো মেছেদার বিদ্যাসাগর হলে। সম্মেলনের শুরুতে আরজিকর মেডিকেল কলেজের মহিলা ডাক্তারের উপর পাশবিক নির্যাতন করে খুন ও ধর্ষণের প্রতিবাদে মেছেদা স্টেশনের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে বিদ্যাসাগর মূর্তির পাদদেশ পর্যন্ত একটি প্রতিবাদী মিছিল হয়। উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। ১৮টি ব্লক থেকে প্রায় ৬ শতাধিক আশা কর্মী এই সম্মেলনে যোগ দেন।সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন ইউনিয়নের জেলা যুগ্ম সম্পাদিকা ইতি মাইতি।

সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়নের উপদেষ্টা অনুরূপা দাস, সম্পাদিকা ইসমত আরা খাতুন। সভায় ১৪ দফা দাবি সনদ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সম্মেলনে শ্রাবন্তী মন্ডলকে সভানেত্রী, ইতি মাইতি ও মানসী দাসকে যুগ্ম সম্পাদিকা এবং সুদেষ্ণা দাসকে অফিস সম্পাদিকা করে ৯৮ জনের একটি শক্তিশালী জেলা কমিটি গঠিত হয়। সম্মেলনে জেলা কমিটির যুগ্ম সম্পাদিকা ১৪ দফা দাবিতে দুর্বার আন্দোলন সংগঠিত করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *