তৃণমূলের প্রতিটি মনোনয়নে লেগেছে ২ মিনিট, তোপ সুকান্তর

আমাদের ভারত, ১৫ জুন: “শুধুমাত্র তৃণমূলের প্রত্যেকটি মনোনয়ন ২ মিনিটে সম্পন্ন হয়েছে। এই অসাধ্য সাধন কাজ আমাদের রাজ্য কমিশনার কীভাবে করেছে সেটাই এখন বড়ো প্রশ্ন আমাদের কাছে।”

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার এ কথা বলেন। এদিন দুপুর ৩টে পর্যন্ত নমিনেশন জমা দেবার শেষ সময় ছিল। তিনি বলেন, “১৩ তারিখে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে জানা যায়, তৃণমূল মোট ৯৩২৮টি নমিনেশন করেছিল। ১৪ তারিখে সেটাই বেড়ে হয় ৪৯৪৯১। অর্থাৎ ১ দিনে তারা ৪০ হাজার বেশি মনোনয়ন জমা করেছে।

আমাদের রাজ্যের নির্বাচন কমিশনার একটি মহামূল্যবান রেকর্ড করেছে। প্রতিদিন প্রায় ৪ ঘণ্টা করে নমিনেশনের সময় পাওয়া যায়, মিনিট হিসেব করলে ২৪০ মিনিট। এক একটা ব্লক অফিসে যদি ৪ ঘণ্টা করে সময় ধরি, ৩৪১ টি ব্লক অফিসে ৮১৮৪০ মিনিট সময় পাওয়া যায়। এই ৮১৮৪০ মিনিটে ৪০০০০ নমিনেশন হয়েছে।

যদি ৩৪১টি ব্লকে প্রতি নমিনেশন ২ মিনিট করে সময় লাগে শুধু তৃণমূলের, এর সাথে বিজেপি, সিপিএম যোগ করা হয় সেই সময় টা কমে যাবে। তাহলে আমাদের প্রশ্ন তৃণমূল কি তাহলে ডিএম, এসডিও অথবা বিডিও’র কাছে রাত্রিবেলা নমিনেশন পৌঁছে দিয়ে এসেছিল?“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *