রাজেন রায়, কলকাতা, ২০ আগস্ট: লকডাউনের মধ্যে অনেকেই নিজের নতুন জমি-বাড়ি রেজিস্ট্রি করে নেওয়ার চেষ্টা খুঁজছেন। সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করে আয় বাড়াতে এবার বড়সড় সিদ্ধান্ত নিল নবান্ন। সূত্রের খবর, জমি-বাড়ির ই-রেজিস্ট্রেশনের আবেদন জমা পড়ার দু দিনের মধ্যে পুরো বিষয়টির নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে।
কোভিড পরিস্থিতিতে মানুষ নিরাপদে বাড়িতে বসেই সারতে পারছেন রেজিস্ট্রেশনের কাজ। সেই কারণেই কলকাতায় রেজিস্ট্রার অফ অ্যাসুরেন্স (আরএ) এবং সমস্ত জেলা রেজিস্ট্রারকে একটি জরুরি নির্দেশে বলা হয়েছে, সমস্ত রেজিস্ট্রি অফিসেই যাবতীয় ই-ডিড জমা পড়ার ৪৮ ঘণ্টার মধ্যেই যেন সেগুলির নিষ্পত্তি হয়। যদি কোনও ই-ডিড যাবতীয় নিয়মবিধি মেনে, উপযুক্ত ফি-সহ কেউ পেশ করেন, তা হলে ওই সময়সীমার মধ্যেই তা গ্রাহ্য হবে। নথিতে কোনও সমস্যা থাকলে তা ফেলে না রেখে ৪৮ ঘণ্টার মধ্যেই বাতিল করতে হবে।
আর এই সিদ্ধান্তের ফলে ইতিমধ্যেই ধীরে ধীরে রোজগার বাড়তে শুরু করেছে রেজিস্ট্রি দফতরের। নবান্ন সূত্রে খবর, জুলাই পর্যন্ত রেজিস্ট্রি খাতে আয় হয়েছে প্রায় ৭৫০ কোটি টাকা, যা বেশিরভাগই আয় হয়েছে জুলাই মাসে। গত আর্থিক বছরে এই খাতে রাজ্যের আয় ছিল মোট ৫৮০০ কোটি টাকা। কিন্তু লকডাউন পরিস্থিতিতে তা তো আর সম্ভব নয়। তাই আপাতত এই রোজগারে খুশি দফতরের কর্তারা।