আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩১ জুলাই: সংগঠনের একাধিক কর্মসূচিতে যোগ দিতে জলপাইগুড়িতে এলেন ডিওয়াইএফআই’য়ের রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায়। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার বিকেলে চোর ধরো, জেলে ভরো শ্লোগানে উত্তাল হল জলপাইগুড়ি শহরের রাজপথ। মীনাক্ষীকে যাত্রা দলে যোগ দিতে বলে কটাক্ষ করলেন জলপাইগুড়ি যুব তৃণমূলের সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। নিজের জামানত বাজেয়াপ্ত হয় এরকম নেত্রী কথার কোনো দাম নেই বলে জানান সৈকত।

এসএসসি নিয়োগ দুর্নীতি, আনিস খান হত্যা মামলা সহ একাধিক ইস্যুতে এদিন শহরে বিক্ষোভ মিছিল করে ডিওয়াইএফআই। মিছিলের নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফআই’য়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। মিছিলের আগে উত্তরের ছয় জেলার নেতা কর্মীদের নিয়ে জলপাইগুড়ি জেলা পরিষদ হলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল সংগঠনের পক্ষ থেকে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং দুই দিনাজপুরের ডিওয়াইএফআইয়ের নেতা কর্মীরা অংশ নেন এই আলোচনা সভায়। এসএসসি নিয়োগে দুর্নীতি, পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার থেকে শুরু করে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ছাত্র যুবদের বার্তা দেওয়া হয় এদিনের সভা থেকে।

সভা শেষে শুরু হয় প্রতিবাদ মিছিল। সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের সাথে সেই মিছিলে পা মেলান জলপাইগুড়ি সহ ছয়টি জেলার হাজারখানেক নেতা কর্মী। শহরের কদমতলা মোড়ে মিছিল শেষ হয়। সেখানে একটি পথ সভাও হয়। মিনাক্ষী মুখোপাধ্যায় সহ দলীয় নেতৃত্ব সেখানে বক্তব্য রাখেন।

