Medinipur, Hospital, ডিওয়াইএফআই- এসএফআই ও জনতা যুব মোর্চার আন্দোলন, উত্তপ্ত মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি: বামপন্থী যুব ও ছাত্র সংগঠন
ডিওয়াইএফআই, এসএফআই এবং বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চার আন্দোলনের জেরে আজ সারাদিন উত্তপ্ত রইল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর।

এদিন সকালে ভারতীয় জনতা যুব মোর্চার সমর্থকরা মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করে। আগে থেকেই হাসপাতাল চত্বরে মোতায়েন ছিল পুলিশ। বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করার পরিকল্পনা ছিল যুব মোর্চার কর্মী সমর্থকদের, কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় যুব মোর্চার সমর্থকদের। পুলিশ কর্মীরা কুশপুত্তলিকা কেড়ে নেয়। পরে রাস্তার উপরে টায়ার জ্বেলে বিক্ষোভ দেখায় যুব মোর্চার কর্মী সমর্থকরা।

অন্যদিকে ডিওয়াইএফআই- এর রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে ডিওয়াইএফআই ও এসএফআই কর্মীদের বিশাল মিছিল শহর পরিক্রমা করে। পরে সেই মিছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করে এমএসভিপি’র কার্যালয়ের কাছে যেতেই দেখা যায় কার্যালয় বন্ধ, এরপর সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে তারা হাসপাতাল চত্বরের বাইরে মিছিল করে এসে রাস্তায় বসে পড়ে রাস্তা অবরোধ করে। পরে মিছিল নিয়ে তারা মেদিনীপুর কোতোয়ালি থানায় এমএসভিপি’র নামে এফআইআর করার জন্য গেলে থানার ভেতরে মীনাক্ষী মুখার্জির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে থানা কর্তৃপক্ষ একটি সাধারণ অভিযোগ গ্রহণ করে।

মীনাক্ষী মুখার্জি জানান, ২৪ ঘন্টার মধ্যে এমএসভিপিকে গ্রেপ্তার না করলে আন্দোলন আরও দীর্ঘ হবে। এরপর থানা চত্বর থেকে বেরিয়ে থানার সামনেই ডিওয়াইএফআই ও এসএফআই কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *