পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেলাইন কাণ্ডের প্রতিবাদে শনিবার বিকেলে গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রতিবাদ মিছিল করলো বাম ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই।
এদিন শহরের চন্দ্রকোনা রোডে সিপিআইএম-এর দলীয় কার্যালয় থেকে এই মিছিল বেরিয়ে গোটা শহর পরিক্রমা করে। শেষে শহরের প্রাণকেন্দ্র অর্থাৎ চৌরাস্তার মোড়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয় এই প্রতিবাদ কর্মসূচি। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন একাধিক ছাত্র যুব সংগঠনের কর্মী সমর্থকরা।
প্রসঙ্গত, মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালের সেলাইন কাণ্ডে মৃত্যু হয়েছে এক শিশু সহ এক প্রসূতির। পাশাপাশি চিকিৎসাধীন বেশ কয়েকজন। ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি।