কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ আগস্ট :
কোভিড পরিস্থিতিতে অন্যান্য রোগীদের চিকিৎসা সমস্যার মধ্যে আছে, অবহেলিত হচ্ছে অন্যান্য রোগীরা। বেসরকারি হাসপাতালে কোভিড রোগীদের লাগামছাড়া বিল নেওয়া হচ্ছে। এইসব অব্যবস্থা বন্ধের দাবিতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তথা ডিওয়াইএফআই সারা রাজ্যের সাথে আজ বুধবার ঘাটালে সিএমওএইচ অফিসে ডেপুটেশন দিল।
তাদের দাবি, প্রতিটি বিধানসভা এলাকায় কোভিড চিকিৎসার হাসপাতাল খোলা, বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ন্ত্রণ করা, ব্লকে র্যাপিড টেস্ট করার ব্যবস্থা করা এবং কোভিড ছাড়া অন্যান্য রোগীদের চিকিৎসার উপযুক্ত পরিষেবা দেওয়া।

তারা এই দাবি সম্বলিত স্মারকলিপি এসসিএমওএইচ অফিসের প্রতিনিধির হাতে তুলে দেন। ছিলেন সংগঠনের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কল্যাণ দাস, জেলা কমিটির সদস্য লালমোহন মন্ডল, ঘাটাল লোকাল কমিটির সম্পাদক সঞ্জয় মান্না। জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কল্যাণ দাস বলেন, আমরা সারা রাজ্যের সাথে ঘাটালেএই কর্মসূচি করেছি।

