সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৪ জানুয়ারি: পুরুলিয়ার বান্দোয়ানে গুলিবিদ্ধ সিপিএমের যুবনেতাকে আজ বাঁকুড়া সম্মীলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার চিকিৎসা শুরু হয়েছে। আপাতত তার অবস্থা স্হিতিশীল। এদিকে বাম যুব নেতাকে গুলি কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ডিওয়াইএফআই। আজ এই গুলিবিদ্ধ যুব নেতা কৃষ্ণপদ টুডুকে দেখতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন দলের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়।
গতকালের ওই ঘটনায় ৩ জনকে পুলিশ গ্ৰেপ্তার করেছে। এই গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে নিশানা করেন বাম নেত্রী। তাঁর দাবি, গ্রামবাসীরা অভিযুক্তদের ধরে ফেলায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। যুবনেতাকে গুলি করার পিছনে মাওবাদী না কী শাসক যোগ তা পুলিশ খতিয়ে দেখুক বলে মন্তব্য করেন মীনাক্ষী দেবী।
অন্যদিকে, হাসপাতাল সূত্রে খবর, গুলিবিদ্ধ যুব নেতা কৃষ্ণপদ টুডুর অবস্থা আপাতত স্থিতিশীল। আজই তাঁর অস্ত্রোপচার হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

