অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৩ অক্টোবর: গোপীবল্লভপুরে একটি ক্লাবের শ্যামা পুজোর উদ্বোধন করতে এসে আগাগোড়াই আগামী পঞ্চায়েত নির্বাচনের প্রারম্ভিক প্রচার সারলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। দলের নির্বাচিত পঞ্চায়েত প্রধানের পিঠ চাপড়ে দাবি করলেন, অম্বিকা বেরার (পঞ্চায়েত প্রধান) আমলে গোপীবল্লভপুরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। পাশাপাশি তিনি বলেন, এমন একজনকে নির্বাচিত করুন যাতে উন্নয়ন খুঁজতে যেতে হবে না। উন্নয়ন আপনার পাশে এসে পৌঁছাবে।
উল্লেখ্য, গোপীবল্লভপুরের আদি ফাইভ রাইফেল ফ্রেন্ডস ক্লাবের ৪৪ তম বর্ষের শ্যামা পুজার উদ্বোধনে আসেন বিজেপি নেত্রী তথা প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। এদিন ভারতী দেবী পুজো উদ্বোধনের পর বক্তব্য রাখতে গিয়ে তাঁর ঝাড়গ্ৰাম জেলার পুলিশ সুপার থাকাকালীন একাধিক বিষয়ের স্মৃতি রোমন্থন করেন। পাশাপাশি তিনি দাবি করেন, মাওবাদী সমস্যা অতীত হওয়ায় বর্তমানে গোপীবল্লভপুর তথা জঙ্গলমহলের মানুষ শান্তিতে আছে। সঙ্গে বক্তব্য রাখার সময় আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে খানিকটা দলের পক্ষে প্রচার সারেন।
পাশে থাকা স্থানীয় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান অম্বিকা বেরার পিঠ চাপড়ে তিনি বলেন, অম্বিকা বেরার আমলে গোপীবল্লভপুরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। উন্নয়নের প্রয়োজনে এমন লোককে আগামী দিনে নির্বাচিত করার ডাক দেন তিনি। তবে ভারতী দেবী এদিন সুকৌশলে সরাসরি শাসক দলকে আক্রমণের রাস্তায় যাননি।