জয় লাহা, দুর্গাপুর, ২৬ আগস্ট: রাতের অন্ধকারে গাড়িতে করে টিয়া পাখি পাচার। গোপন সুত্রে খবর পেয়ে বনকর্মীদের অভিযানে ধরা পড়ল দুই পাচারকারী। উদ্ধার হয়েছে প্রচুর পাখি। আটক করা হয়েছে তাদের চারচাকা গাড়িটি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে, ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর পানাগড়ে।
পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতদের নাম আব্দুল কাদের ও মহম্মদ ফুলবা। দুজনেই পূর্ব বর্ধমানের বাসিন্দা। জানা গেছে, রাতের অন্ধকারে একটি চারচাকা গাড়িতে টিয়া পাখি পাচার করা হচ্ছিল। আসানসোল থেকে ওই পাখিগুলি বর্ধমানে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সুত্রে খবর পেয়ে পানাগড় বাইপাসে হানা দেয় পুলিশ ও বনকর্মীরা। তল্লাশিতে তাদের গাড়ি থেকে খাঁচাবন্দি প্রচুর টিয়া পাখি উদ্ধার হয়।
পানাগড় রেঞ্জ সুত্রে জানা গেছে, প্রায় ২০০ টি টিয়া পাখি উদ্ধার হয়েছে। ধৃতদের বিরুদ্ধে বনপ্রাণী সংরক্ষন আইনে মামলা দায়ের হয়েছে। উদ্ধার হওয়া পাখিগুলোকে কাঁকসার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।