সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১৭ ফেব্রুয়ারি:
মাধ্যমিক পরীক্ষা চলাকালীন রাজ্যের একাধিক জেলায় ইন্টারনেট বন্ধ করার পরিকল্পনা নিল রাজ্য সরকার। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। গত বছরেই মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র লিক হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আর সেই আতঙ্ক থেকেই এবার ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বছর মাধ্যমিক পরীক্ষায় একাধিক বিষয়ের প্রশ্ন লিক হওয়ার ঘটনা ঘটেছিল। ছ’টি বিষয় যথাক্রমে বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, অঙ্ক এবং ভৌত বিজ্ঞান পরীক্ষা চলাকালীনই প্রশ্নপত্র বাইরে চলে এসেছে বলে অভিযোগ। হোয়াটসঅ্যাপে যেসব প্রশ্নপত্রগুলি ঘুরছিল, পরীক্ষা শেষে দেখা গিয়েছিল সেগুলিই আসল প্রশ্নপত্র। পরে উচ্চমাধ্যমিকের সময় ইন্টারনেট বন্ধ রাখা হয় বেশ কিছু জায়গায়। সিআইডি গ্রেফতারি, গণ্ডগোল এড়াতে নানান কড়া পদক্ষেপ সত্ত্বেও প্রশ্নপত্র ফাঁস আটকানো যায়নি৷
চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমছে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এবছর ২৫ হাজার পরীক্ষার্থী কমেছে। গত বছর রাজ্যে মোট ১০ লক্ষ ৫০ হাজারের কিছু বেশি পড়ুয়া মাধ্যমিকে বসেছিলেন।
শুধু মোবাইলই নয়, স্মার্ট ঘড়ি পরে বা নিয়েও পরীক্ষাকেন্দ্রে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। নকল এড়াতে বা পরীক্ষা সংক্রান্ত অপ্রীতিকর কোন পরিস্থিতি রুখতেই পর্ষদের এই কড়াকড়ি। শিক্ষাবিদদের একটি বড় অংশই মধ্যশিক্ষা পর্ষদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এবছর কোনও শিক্ষক এবং শিক্ষাকর্মীও মোবাইল, স্মার্ট ঘড়ি পরে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না।