কুমারেশ রায়, মেদিনীপুর, ৩০ আগস্ট: জন্মাষ্টমীর উৎসবে শিলাবতী নদীতে পুজো করে শুরু হল ঘাটালের বিভিন্ন সর্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো।
আজ ১৩ ভাদ্র জন্মাষ্টমী। হাতেগোনা আর মাত্র কয়েকদিন পরেই দুর্গাপুজো। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের ঢাকে কাঠি পড়ল আজকের দিনে। জন্মাষ্টমীর দিনে ঘাটালের বিভিন্ন সর্বজনীন পূজা কমিটিগুলি মাটি তোলা এবং খুঁটি পুজোর আয়োজন করে। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে মাটি তোলা এবং খুঁটিপুজো সম্পন্ন হয়। সকালের ঝকঝকে রোদে, নীল আকাশ এবং পেঁজা তুলোর মতো মেঘ দুর্গোৎসবের কোলাজ মনে করিয়ে দিয়েছে।
জন্মাষ্টমীর উৎসব পালনের মধ্য দিয়ে কোভিড বিধি মেনে শারদীয়া উৎসবের সূচনা লগ্নে ঘাটালের ১৩ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লি, ১৭ নম্বর ওয়ার্ডের সতেরোর পল্লি, ৩ নম্বর ওয়ার্ডের তিনের পল্লি, ৩ নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ দুর্গোৎসব কমিটি, ৬ নম্বর ওয়ার্ডের আচার্য পাড়াসহ বিভিন্ন জায়গায় আজ মাটি তোলা এবং খুঁটি পুজো সম্পন্ন হল।