রাজেন রায়, কলকাতা, ৬ নভেম্বর: একদিকে রাজ্যে অমিত শাহ যতই মতুয়া-আদিবাসীদের মন পাওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে কৃষি বিলের বিরোধিতায় শুক্রবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির নেতৃত্বে শহর জুড়ে ট্রাক্টর মিছিল করল কংগ্রেস।
কৃষি প্রধান পশ্চিমবঙ্গে মোদী সরকারের কৃষি আইনের বিরুদ্ধে রাস্তায় নেমে বিজেপির প্রচার কৌশলকে ধাক্কা দিতে চাইলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। চৌরঙ্গীর রাস্তায় গ্রামের কৃষকদের সঙ্গে প্রতারণার ইস্যু তুলে ধরে ট্রাক্টর মিছিল করলেন অধীর রঞ্জন চৌধুরী।
এই মিছিলে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত কংগ্রেস কর্মী, জেলা সভাপতি, বিধায়ক, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শ্রী আব্দুল মান্নান, বিধান সভায় কংগ্রেস দলের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বিপুল সংখ্যায় এই ট্রাক্টর অংশগ্রহণ করেন।
কংগ্রেসের দাবি, এই কেন্দ্রীয় কৃষি আইন লাগু হলে শুধু কৃষকরাই বহুজাতিক কোম্পানির নিয়ন্ত্রণে চলে আসবে তা নয়, বাজারে চাল, ডাল, সবজির দাম আগামী দিনে হবে আকাশছোঁয়া। এমনিতেই পশ্চিমবঙ্গে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে। সাধারণ মানুষের অসহায় অবস্থা। বাংলার অর্থনীতির মেরুদন্ড সম্পূর্ণভাবে ভেঙে গেছে। সাধারণ মানুষ চরম বিপদে। কেন্দ্রের বিজেপি সরকারের পাশাপাশি এদিন রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে বেকারদের দুর্বিষহ পরিস্থিতি। বাংলার যুবকদের ভবিষ্যত তৃণমূল সরকার মদ ও লটারির প্রতি আসক্তি বাড়িয়ে নষ্ট করছে। আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে কংগ্রেস ও বাম জোট একমাত্র বিকল্প শক্তি হিসাবে মানুষের সামনে থাকবে। যে শক্তি তৃণমূল এর অপশাসন থেকে বাংলাকে মুক্ত করবে।’