কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ সেপ্টেম্বর: শুক্রবার সেপ্টেম্বর মাসের দ্বিতীয় লকডাউনের দিন। আর এই দিন আমাদের রাজ্যে লকডাউন হলেও, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার পরীক্ষার প্রবেশিকা পরীক্ষার দিন ছিল আজই। অর্থাৎ লকডাউনের দিনেই প্রবেশিকা পরীক্ষা। তাই দোটানায় পরীক্ষার্থীরা। তবুও লকডাউনের মধ্যেই পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন পরীক্ষার্থীরা। ঘাটাল থেকে পরীক্ষার্থীরা ওই বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা দিতে গেলেন।
পরীক্ষার কেন্দ্র পড়েছে কলকাতার সল্টলেকে। পরীক্ষার্থীরা সকালেই ট্যাক্সি করে বেড়িয়ে পড়েছেন পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্য। সহায়তা করেছে পুলিশ প্রশাসন। পরীক্ষার্থীরা জানান, দুপুর দুটোর মধ্যে পরীক্ষার রিপোর্টিং টাইম। তাই যাতে সময় মতো তারা পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেন তার সব ব্যবস্থাই করেছেন পরীক্ষার্থীরা। পুলিশ প্রশাসনের অনুমতিও নিয়েছেন তারা। পরীক্ষার্থীরা জানান, পুলিশ প্রশাসন তাদের সহায়তা করেছে।