আমাদের ভারত, বারাসাত, ১৮ মার্চ: এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আর এক বিপদ ডেকে আনার উপক্রম। উত্তর ২৪ পরগণার বারাসাত শহরের প্রাণকেন্দ্র কলোনী মোড়ে করোনা রোধে মাস্ক বিতরণ করার সময় হুলুস্থূল কান্ড।
আইএনটিটিইউসির নিয়ন্ত্রনাধীন ১২ নম্বর রেলগেটের হকার্স ইউনিয়ন বুধবার মাস্ক বিলি করা শুরু করতেই মুহুর্তের মধ্যে পিল পিল করে মানুষ জমা হয়। ভিড়ের মধ্যে মাস্ক নিতে গিয়ে অনেক বৃদ্ধই আহত হয়ে পড়ে। হতে পারত আরও বড় দুর্ঘটনা। কেউ কেউ জাতীয় সড়কের উপরে দাঁড়িয়ে মাক্স নেওয়ার অপেক্ষায়।কপাল জোরে এড়ানো গেছে দুর্ঘটনা।
করোনা আতঙ্কে দেশ যখন কাঁপছে তখন রোগ মোকাবিলায় মাস্ক বিতরণ করতে গিয়ে চরম বিশৃঙ্খলা। আমজনতার মধ্যে এমন হুড়োহুড়ি পড়ে যায় যে পায়ে চাপা পড়তে পারত মানুষ। মাস্ক সহজে মিলছে না। পাওয়া গেলেও দাম পড়ছে অনেক। বারাসাত শহর
আইএনটিটিইউসির নিয়ন্ত্রনাধীন ১২ নম্বর রেলগেটের হকার্স ইউনিয়ন বুধবার মাস্ক বিলি করা শুরু করতে মুহুর্তের মধ্যেই পিল পিল করে মানুষ জমা হতে শুরু কটে। যে পরিমাণ মাস্ক ছিল তা মানুষের তুলনায় অপ্রতুল হওয়ায় শুরু হয় কাড়াকাড়ি পরে তা খণ্ডযুদ্ধের আকার ধারণ করে। মাস্ক নিমেষেই শেষ হওয়ায় যুদ্ধ আচমকা থেমে যায়। কিন্তু যেদিকে পরিস্থিতি গড়াচ্ছিল পায়ে চাপা পড়ে মারা পড়তে পারত মানুষ।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, মাস্ক বিতরণের সময় ছোটাছুটি করতে গিয়ে চার রাস্তার সংযোগস্থলে ও জাতীয় সড়কের মুখে মাস্ক বিতরণ স্থলে কেউ যে গাড়ি চাপা পড়েননি এটাই পরম সৌভাগ্যের বিষয়।