আমাদের ভারত, দুর্গাপুর,৩১ অক্টোবর :
দামোদর নদের ব্যারেজের লকগেট ভেঙ্গে যাওয়ায় বিপদের সম্ভাবনা দেখা দিয়েছে। ঘটনার জেরে আতঙ্কিত দুর্গাপুরবাসী। এর ফলে পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু অংশে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। আজ দুর্গাপুর ব্যারেজের ৩১ নম্বর লকগেট ভেঙ্গে যায়। খবর পেয়ে সেচ দফতরের আধিকারিকরা জরুরি ভিত্তিতে গেট মেরামতির প্রস্তুতি নিচ্ছেন।
বছর তিনেক আগে একইভাবে দামোদর ব্যারাজের এক নম্বর লকগেট ভেঙ্গে গিয়েছিল। যার জেরে সমস্যা দেখা দিয়েছিল। গেট মেরামতের কাজ করতে চার দিন সময় লেগেছিল। এদিকে দুর্গাপুর শহর জুড়ে শুরু হয়েছিল জল সংকট।
শনিবার সকালে দামোদর ব্যারাজের ৩১নম্বর গেট ভেঙ্গে যাওয়ার খবর চাউর হয়ে যায়। ফলে সকাল থেকেই কৌতুহলী মানুষের ভিড় জমে যায় দামোদর ব্যারাজে। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। এর জেরে দামোদর ব্যারেজ রোডে যানজট তৈরী হয়।