বিশ্বরূপ অধিকারী, আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২২ অক্টোবর: বাঙালীর শ্রেষ্ঠ উৎসবে চীনের প্রেসিডেন্ট জিন পিং’য়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে এক অভিনব পন্থা অবলম্বন। পঞ্চমীর সন্ধ্যায় দুর্গাপুজোর উদ্বোধনের হরমপুরে দুর্গাপুজোর মন্ডপে দেখা গেল অসুরের মাথার বদলে জিন পিং’য়ের কাটা মুন্ডু। মুর্শিদাবাদের বহরমপুরের স্বর্গধাম ক্লাবের সর্বজনীন দুর্গাপুজোয় অসুরের জায়গায় জিন পিং’য়ের মুণ্ডু লাগানো হয়েছে। প্রয়াত জামিনী পালের নাতি মৃৎ শিল্পী অসীম পালের তৈরি এই প্রতিমা এখন সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে। চারিদিকে হুহু করে ছড়িয়ে পড়ছে স্বর্গধাম ক্লাবের অসুরের ছবি।
এবছর সমস্ত নিয়মবিধি মেনে হচ্ছে দুর্গা পূজা। কেননা চারিদিকে করোনার সংক্রমণ বেড়ে চলেছে। করোনা ভাইরাসের প্রথম উৎপত্তিস্থল হল চীন। চীন থেকে করোনা ছড়িয়েছে এই অভিযোগ বিশ্বের অনেক দেশই করেছে।করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার কারণে চীনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে আমেরিকা শহর নানান দেশ।