পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ অক্টোবর: রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ আবাসনের দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের পুজোর থিম মহিলাদের ক্ষমতায়ন। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, জেলা শাসক খুরশিদ আলি কাদেরী, বিধায়ক দীনেন রায়, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, সমাজসেবী সুজয় হাজরা, সমাজসেবী নির্মাল্য চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পুজোয় দর্শনার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে জেলা পুলিশের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। এদিন তিনি জানিয়েছেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সরাসরি জেলা পুলিশের কন্ট্রোল রুমে ফোন করতে পারবে সাধারণ মানুষ, সেই কথাই জানিয়ে দিলেন এই দিন।
পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতায় একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে জেলা পুলিশের তরফে। ব্যবস্থা করা হয়েছে ৩০ টি ই- সাইকেলের, পাশাপাশি তিনটি সাব ডিভিশনের জন্য তিনটি পিঙ্ক মোবাইল ভ্যান চালু করা হয়েছে জেলা পুলিশের তরফে।