পার্থ খাঁড়া, আমাদের ভারত, ১ সেপ্টেম্বর: ইউনেস্কোর হেরিটেজ তালিকায় কলকাতার দুর্গাপুজোর অন্তর্ভুক্তি যা সকল বঙ্গবাসীকে গর্বিত করেছে। আন্তর্জাতিক স্তরে এই স্বীকৃতিকে যথাযোগ্য সম্মান দেওয়ার জন্য বর্ণাঢ্য পদ যাত্রা করল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন।
এদিন দুপুরে মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট ময়দান থেকে বর্ণাঢ্য পদযাত্রার সূচনা হয়। পদযাত্রায় অংশ গ্রহণ করেন জেলাশাসক আয়েশা রানী এ, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার সহ মন্ত্রী মানস ভুঁইঞা, শ্রীকান্ত মাহাত, শিউলি সাহা, বিধায়ক অজিত মাইতি, উত্তরা সিংহ হাজরা, হুমায়ুন কবির সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও আধিকারিকরা।