আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৭ আগস্ট: সামনেই দুর্গাপুজা। অথচ তার আগে দুর্গা পুজো করার মাঠ পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি শহরের সমাজ পাড়া এলাকায়।
বুধবার সকাল থেকে পুজোর মাঠ ইন্ডিয়ান মেডিকেল আসোসিয়েশন (আইএমএ) পাঁচিল দিয়ে ঘিরতে শুরু করে। যদিও পুজো কমিটির মহিলা ও স্থানীয় বাসিন্দারা বাধা দিয়ে পাঁচিল দেওয়ার কাজ আটকে দেন।
পুজো কমিটির দাবি, ৬৫ বছর ধরে সমাজ পাড়ার মাঠে সমাজ পাড়া দুর্গা পুজো কমিটি পুজো করে আসছে। প্রতিবছর এই মাঠে পুজো ও বিভিন্ন অনুষ্ঠান করা হয়। মাঠটি ব্রাহ্ম সমাজের মাঠ বলে সকলের জানা। কিন্তু হঠাৎ করে এ দিন আইএমএ তাদের মাঠ বলে দাবি করে চারিদিকে জেসিবি দিয়ে মাঠে গর্ত করে ঘেরাও করার কাজ শুরু করে। এই মাঠ ঘেরাও করা যাবে না, এই দাবি তুলে স্থানীয়রা ও পুজো কমিটি মহিলারা কাজ আটকে দিলেন। ঘটনাস্থলে পৌঁছয় আইএমএ সদস্যরা। তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা তথা পুজো কমিটি সদস্যা কৃষ্ণা ঘোষ বলেন,”আমরা এত বছর থেকে পুজো করে আসছি। আমাদের পুজো হবে, মাঠ ঘেরা যাবে না। আজকে কাজ আটকে দেওয়া হল। আমাদের দাবি মাঠ ঘেরাও করা যাবে না।”
আইএমএ সম্পাদক সুশান্ত রায় বলেন, “পুজো কমিটির সঙ্গে আলোচনা হয়েছে। খোলা মাঠ থাকলে অনেক রকম অসুবিধে হয়। আমরা সৌন্দর্যায়নের পাশাপাশি সিনিয়র সিটিজেন পার্ক করবো। কাজ বন্ধ করা হয়নি। কাজ হচ্ছে।”