পার্থ খাঁড়া, পশ্চিম মেদিনীপুর, ২৯ সেপ্টেম্বর: রেলশহর খড়গপুর রেল ও শিল্পক্ষেত্র হওয়ায় বিভিন্ন প্রদেশের মানুষের বসবাস। ফলে দুর্গাপূজায় এখানে মিশ্র সংস্কৃতির উদযাপন দেখাযায়। এছাড়া শহরে হয় একাধিক বড় বাজেটের দুর্গা পুজো। এই বছরও তার ব্যতিক্রম নয়। সেই সঙ্গে থাকে খড়গপুরের ব্যবসায়ী মহলের পরিচালনায় দশেরা উৎসব– রংবেরঙের আলোয় সেজে ওঠে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই বছর যোগ হয়েছে কার্নিভাল। সব মিলিয়ে সুষ্ঠ ভাবে সব কিছু পরিচালনা করতে কোমর বাঁধছে খড়গপুর পৌরসভা।
খড়গপুর পৌরসভার পুরপ্রধান প্রদীপ সরকার জানালেন, খড়গপুর ব্যবসায়ীদের পরিচালনায় অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তিকে স্বাগত জানাতে দশেরা উৎসবের প্রস্তুতি চলছে। এখানে প্রায় ১ লক্ষ মানুষের সমাগম হয়। সেই সঙ্গে শহরের প্রবেশপথ চৌরঙ্গী থেকে শুরু করে আইআইটি ফ্লাইওভার, প্রেমবাজার প্রভৃতি এলাকা ও খড়গপুর শহর সাজিয়ে তোলা হচ্ছে রংবেরঙের আলোয়। এই বছর দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনকে স্মরণে রেখে ত্রিরঙ্গা আলোয় সাজানো হচ্ছে আইআইটি ফ্লাইওভারকে৷
পুজোর ভিড়ে সাধারণ মানুষ ও দর্শনার্থীদের যাতে অসুবিধা না হয় সে জন্য শহর জুড়ে পথ ও দিক নির্দেশ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে রেলের সহযোগিতায় আলোচনা করে পৌরসভার তরফে আয়োজন চলছে পুজো কার্নিভালের।