পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর জেলাতেও দুর্গা পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরে। বটতলাচক থেকে গোলকুঁয়াচক পর্যন্ত এই কার্নিভাল অনুষ্ঠিত হয়। মেদিনীপুরের ১৫টি পুজো কমিটি এই কার্নিভালে অংশ নেন।

বিকেল পাঁচটা থেকে পুজোর কার্নিভাল শুরু হয়। এই অনুষ্ঠান ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়। শহরের প্রতিটি মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। এছাড়াও ছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নেন। কার্নিভালে তুলে ধরা হয় বাংলার লোকশিল্প ও লোক সংস্কৃতিকে।

এদিনের কার্নিভালে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞা, শ্রীকান্ত মাহাতো, শিউলি সাহা, বিধায়ক অজিত মাইতি সহ অন্য বিধায়করা। সাংসদ জুন মালিয়া, জেলা শাসক খুরশেদ আলি কাদেরি, পুলিশ সুপার ধৃতিমান সরকার।


