আমাদের ভারত, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, ৫ অক্টোবর: জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজপরিবারের সদস্য শুন্যে গুলি ছোড়ার পর দুর্গা প্রতিমা নিরঞ্জন সম্পূর্ণ হল। আনন্দের সাথেই প্রতিবছরের মত এবছরও জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকুন্ঠপুর রাজবাড়ির দুর্গা প্রতিমা বিসর্জন হল আজ।
এদিন দুপুর থেকেই বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা ভিড় করেছিলেন রাজবাড়ি চত্বরে। নাচ গানের সঙ্গে সিঁদুর খেলায় মেতে উঠতে দেখা যায় সকলকেই। ঢাকের তালে প্রায় সব বয়সী ছেলেমেয়েরা নৃত্যের তালে মেতে ওঠেন। দুপুরের পর মন্ডপ থেকে মা দুর্গাকে বের করা হয়। সাথে বের করে নিয়ে আসা হয় অন্যান্য দেবদেবীর লক্ষ্মী, গণেশ,সরস্বতী ও কার্ত্তিক’কেউ।
দেবী দুর্গার বিসর্জনের সাথে সাথে অন্যান্য সব প্রতিমাই এদিন বিসর্জন করা হল ঐতিহ্যবাহী রাজবাড়ির পুকুরেই। আবারো এক বছরের প্রতীক্ষা। নিয়ম ও রীতি মেনেই দেবী দুর্গা পাড়ি দিলেন আজ কৈলাসে।