আমাদের ভারত, হুগলী, ২৬ অক্টোবর: গঙ্গা দূষণ রোধ করতে এই প্রথম অভিনব পদ্ধতিতে দুর্গা প্রতিমা নিরঞ্জন হুগলী জেলার কোন্নগরে। সোমবার বিজয়া দশমীতে কোন্নগরে অভিনব পরিবেশ বান্ধব পদ্ধতিতে দুর্গা প্রতিমা নিরঞ্জন করার ব্যবস্থা করেছে কোন্নগর পুরসভা। কোনও দুর্গা প্রতিমা গঙ্গায় বিসর্জন দেওয়া হচ্ছে না। তার পরিবর্তে কোন্নগর লোকনাথ ঘাটে পুরসভার উদ্যোগে দুর্গা প্রতিমা গঙ্গার জল দিয়ে গলিয়ে ফেলা হচ্ছে। এরপর সেই জল পরিশুদ্ধ করে তারপর পড়ছে গঙ্গায়।কোন্নগর পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে দিন দিন গঙ্গা দূষণ বাড়ছে। তাই গঙ্গা দূষণ রোধ করতে তারা এই পরিবেশ বান্ধব পদ্ধতিতে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করেছে। কোন্নগর পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পরিবেশপ্রেমীরা।