নিজস্ব প্রতিনিধি, আমাদের ভারত, ৩ জুলাই, কোচবিহার: কোচবিহার ১ নম্বর ব্লকের চান্দামারী এলাকায় ধরলা নদীর ওপর আজ সকালে একটি সেতু ভেঙ্গে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্বল সেতু দিয়ে আজ একটি ডাম্পার যাওয়ার সময় হঠাৎই সেতুটি ভেঙে পড়ে। জলে তলিয়ে যায় গাড়িটি যদিও চালক সামান্য চোট পেয়েছেন।
ঘটনার পর এলাকায় আসেন স্থানীয় বিধায়ক মিহির গোস্বামী, বিডিও ও সদর মহকুমা শাসক। দ্রুত বিকল্প সেতুর ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন থেকেই দুর্বল অবস্থায় ছিল সেতুটি।
কোচবিহার দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক মিহির গোস্বামী বলেন, সেতুটি দুর্বল অবস্থায় ছিল। এখান দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ ছিল, তবুও নিষেধাজ্ঞা না মেনে একই ডাম্পার পার হওয়ার সময় আচমকাই সেটি ভেঙ্গে যায়। দ্রুত যাতে এই নদীর ওপর দিয়ে অস্থায়ী সেতু তৈরি করে মানুষের সমস্যা কিছুটা সমাধান করা যায় সে বিষয়ে বলা হয়েছে।