অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২১ নভেম্বর: রাস্তা ছেড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ল একটি ডাম্পার। এই রাস্তা দিয়েই প্রতিদিনই বহু স্পঞ্জ আয়রন কারখানার মাল বোঝাই লরি যাতাযাত করে। আজ বৃহস্পতিবার দুপুর ১.৩০ নাগাদ একটি মাল বোঝাই ডাম্পার রাস্তা ছেড়ে সোজা ঢুকে যায় একটি বাড়ির মধ্যে। অল্পের জন্য প্রাণে বাঁচলো মা ও মেয়ে।
ঘটনা ঝাড়গ্রামের ঘোড়াধারার ১০ নং ওয়ার্ডে। এখানেই রেলের রেক থেকে স্পঞ্জ আয়রন কারখানার মাল ওঠা নামা করে। শহরের মাঝে এই ধরনের রেক নিয়ে এলাকাবাসী বহুবার আপত্তি জানালেও কোনও সুরাহা হয়নি। প্রায়ই এখানে মাল বোঝাই লরি দুর্ঘটনা ঘটায়। আজ প্রথমে মালবোঝাই ডাম্পারটি একটি টোটোকে ধাক্কা মারতে মারতে কোনোক্রমে রক্ষা পায় টোটর চালক সহ একজন। তার পরেই সোজা বাড়ির মধ্যে ঢুকে যায় ডাম্পারটি। এলাকাবাসীর অভিযোগ মত্ত অবস্থায় ছিল ঐ ডাম্পারের চালক।