আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ ডিসেম্বর:
সোমবার ভোরে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের ওপর দাসপুর থানা এলাকার বেলাঘাটার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি বালি বোঝাই ডাম্পার।ডাম্পারটি উল্টে যাওয়ার শব্দে ঘটনাস্থলে ছুটে যান বেলেঘাটা গ্রামের বাসিন্দারা। তারা উল্টে যাওয়া গাড়ির ভেতর থেকে চালক ও খালাসিকে উদ্ধার করেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার ভোর সাড়ে ৩টে নাগাদ বালি বোঝাই একটি ডাম্পার ঘাটালের দিক থেকে পাঁশকুড়ার দিকে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ডান দিকে একটি গাছে ধাক্কা মেরে ফের বাম দিকে গিয়ে রাস্তার ধারে উলটে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাস্থলে পৌঁছে চালক ও খালাসিকে উদ্ধার করেন। তারপরে সেখান থেকে চালক ও খালাসি পালিয়ে যায়। অতিরিক্ত বালি বোঝাই এবং দ্রুতগতিতে যাওয়ার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা।