Bankura, Medical College, আরজি করের ঘটনার জের, বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের আন্দোলন অব্যাহত

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ আগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজের এক মেডিক্যাল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের ছাত্রদের আন্দোলন চতুর্থ দিনেও অব্যাহত রয়েছে।

আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার এবং বাঁকুড়া মেডিক্যাল কলেজের নিরাপত্তা ও কাঠামোগত সমস্যার সমাধানের দাবিতে মেডিক্যাল কলেজের মূল ভবনের সামনে বিক্ষোভ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনকারী ছাত্রদের বক্তব্য, মেডিকেল কলেজের অধ্যক্ষকে কোথায় বদলি করা হয়েছে তা নিয়ে তাদের কোনও মাথাব্যথা নেই, তারা চান যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের কঠোরতম শাস্তি। সেই সঙ্গে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের সমস্ত পরিকাঠামোগত সমস্যাগুলির সমাধান।

এদিকে, মেডিক্যাল ছাত্রদের ধর্মঘট ও আন্দোলনের জেরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের আউটডোর ও ইনডোর পরিষেবা ব্যাহত হয়ে পড়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সিনিয়র চিকিৎসকদের সহযোগিতায় হাসপাতালের জরুরি পরিষেবাও চালু রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *