জয় লাহা, দুর্গাপুর, ৪ মে: কালবৈশাখী ঝড়ের দাপটে গাছ ভেঙ্গে বিপত্তি। আচমকা ঝড়ে রাস্তার ওপর বিদ্যুত দফতরের গাড়ির ওপর ভেঙ্গে পড়ল গাছ ও বিদ্যুতের খুঁটি। গাছ পড়ে জখম হল এক বিদ্যুত দফতরের আধিকারিক। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে, বুদবুদের মানকর রোডের শ্মশান এলাকায়।
ঘটনায় জানাগেছে, দীর্ঘদিন ভ্যাপসা গরমের পর এদিন বিকেলে আচমকা ঝড়বৃষ্টি শুরু হয়। ওই সময় বিদ্যুৎ দফতরের আঞ্চলিক আধিকারিকরা এলাকা পরিদর্শনে বেরিয়েছিলেন। বুদবুদ থেকে মানকরের দিকে যাচ্ছিলেন বিদ্যুৎ দফতরের গাড়ি। ওই সময় বুদবুদের মানকর রোড শ্মশানের কাছে একটি পুরনো গাছ ঝড়ের দাপটে ভেঙ্গে পড়ে ওই গাড়ির ওপর। রাস্তার পাশে থাকা তিনটি বিদ্যুতের খুঁটি পড়ে যায়। গাড়ির পিছনের দিকে গাছ পড়ায় বেশ কিছুটা অংশ দুমড়ে মুচড়ে যায়। গাড়ির ভেতরে থাকা এক আধিকারিক জখম হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মানকর হাসপাতালে নিয়ে যওয়া হয়।
এদিকে রাস্তার ওপর গাছ পড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ। বিদ্যুত দফতরের কর্মীরা দ্রুত পড়ে যাওয়া গাছ ও বিদ্যুতের খুঁটি সরিয়ে দেয়। প্রায় ঘন্টাখানেক পর যান চলাচল স্বাভাবিক হয়।