অমরজিৎ দে , ঝাড়গ্রাম , ২৩ ডিসেম্বর: ঘন কুয়াশায় দেখতে না পেয়ে দূর্ঘটনার কবলে পুলিশের বাস। পুলিশ সূত্রে জানা গেছে আজ সকালে ৭:৩০টা নাগাদ নয়াগ্রাম থানার একটি বাস ৫জন জওয়ানকে নিয়ে রওনা দেয়। ঘন কুয়াশার কারনে দৃশ্যমানতা কম থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধানজমিতে নেমে উল্টেযায় বাসটি।
স্থানীয় বাসিন্দারা ড্রাইভার সহ ছয় জনকে উদ্ধার করে। অাহতদের নয়াগ্রাম সুপারস্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেই অাহতদের চিকিৎসা চলছে।