দিলীপ ঘোষের দক্ষতার অভাবেই রাজ্যে বিরোধী রাজনীতি সামলাচ্ছেন রাজ্যপাল: ফিরহাদ

রাজেন রায়, কলকাতা, ১ নভেম্বর: এতদিন বিভিন্ন ইস্যুতে বিরোধী দল বিজেপিকে আক্রমণ করছিলেন ফিরহাদ হাকিম। কিন্তু এবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দক্ষতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন তিনি। তাঁর দাবি, দিলীপ ঘোষের দক্ষতার অভাবেই এ রাজ্যে রাজ্যপালকে বিরোধী রাজনীতির কাণ্ডারী সামাল দিতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সংবাদ মাধ্যমে তিনি বলেন,’দিলীপ ঘোষের দক্ষতার অভাব রয়েছে বলেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যপালকে বিরোধী দলের রাজনীতি করার জন্য এ রাজ্যে পাঠিয়েছে। বিজেপি রাজ্য সভাপতির জায়গায় রাজ্যপালকেই পাহাড় সমুদ্রে ঘুরে বেড়াতে হচ্ছে।’ তিনি আরও বলেন,’যে কাজ বিরোধী দলের নেতা হিসেবে দিলীপবাবুর করা উচিত, তা রাজ্যপাল করছেন। রাজ্যের বর্তমান রাজ্যপাল রাজভবনে নয়, বিজেপির সদর দপ্তরে বসা উচিত ছিল।’

যদিও রাজ্য বিজেপির একাংশের মত রাজ্যপাল ধনকর যে ভাবে রাজ্যের শাসক দলের একের পর এক পর্দা ফাঁস করছেন। তা মোটেই ভালো চোখে নিতে পারছে না তৃণমূল। অন্য দিকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিধানসভা নির্বাচনের আগে দলকে চাঙ্গা করছেন। তাতে অনেকটাই অস্বস্তি বাড়িয়েছে তৃণমূল শিবিরের। তাই এবার দিলীপ ঘোষ ও রাজ্যপাল ধনকরকে জোড়া ফলায় বিঁধতে চাইছে তৃণমূল নেতৃত্ব। যদিও সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপালের যেটা সঠিক মনে হচ্ছে, তিনি সেটাই করছেন বলে দাবি বিজেপির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *