পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ অক্টোবর: ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে দোষারোপ করলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞা। ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে আজ ঘাটাল মহকুমা শাসকের অফিসে প্রশাসনিক আধিকারদেরকে নিয়ে বৈঠক করেন মানসবাবু।

এদিন প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ না করার জন্যই অল্প বৃষ্টিতেই বার বার বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে ঘাটালে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর সবসময় নজর রাখা হচ্ছে। ঘাটালে বন্যায় ক্ষতিগ্রস্তদের যাতে সব রকম সাহায্য করা হয় তার দিকে নজর রাখছে প্রশাসনকে।

