আমাদের ভারত, জলপাইগুড়ি, ১২ অক্টোবর: সমতলে সেরকম বৃষ্টি না হলেও সিকিম পাহাড়ে লাগাতার ভারি বৃষ্টির জেরে দোমহনী থেকে ভারত বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল এবং সংরক্ষিত এলাকায় হলুদ সঙ্কেত জারি করল জলপাইগুড়ি সেচ দফতর। অন্যদিকে ভারি বৃষ্টির জেরে ফুঁসছে পাহাড়ি নদীগুলি। জলঢাকা নদীর সংরক্ষিত ও অসংরক্ষিত দুই জায়গাতেই হলুদ সঙ্কেত জারি করা হয়েছে বলে সেচ দফতর সূত্রে জানা গিয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে কয়েকদিন থেকেই হালকা থেকে ভারি বৃষ্টি চলছে উত্তরবঙ্গের
জেলাগুলিতে। গতকাল থেকে সমতলে সেরকম বৃষ্টি না হলেও পাহাড়ে ভারি বৃষ্টি হয়েছে বলে অবহাওয়া দফতর জানায়। পাহাড়ে ভারি বৃষ্টির কারণে জল বাড়তে পারে তিস্তায়। বুধবার বেলা বাড়ার সাথে সাথে জল বাড়তে থাকে তিস্তাতে। শুধু তাই নয় গজোলডোবার তিস্তা ব্যারাজ থেকে দফায় দফায় জল ছাড়া হলেও এদিন সবচেয়ে বেশি জল ছাড়া হয় দুপুরে ৩০০৪.৪৩ কিউমেক। জল বাড়ার গতি প্রকৃতি দেখার পরেই জলপাইগুড়ি জেলা সেচ দফতরের কন্ট্রোল রুম থেকে এদিন দুপুরে দোমহনি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল এবং সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করল।
জলপাইগুড়ির জেলা শাসক মৌমিতা গোদারা বলেন, তিস্তা পারের যারা বসবাস করছেন তাদের ইতিমধ্যে মাইকিং করে সরে আসার জন্য বলা হয়েছে। সেই সাথে সতর্ক থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা টিমকেও। ক্রান্তি, ময়নাগুড়িতেও তিস্তা পাড়ে মাইকিং করা হচ্ছে।”