সাথী দাস, পুরুলিয়া, ২০ জুলাই: পারিবারিক অশান্তির জেরে দুই মেয়েকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিল মা। ঘটনায় মৃত্যু হল ৫ ও ৩ বছরের অবোধ দুই শিশু কন্যার। মা গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ সকাল ১০ টা নাগাদ ঘটনাটি ঘটে পুরুলিয়া জেলার মফস্বল থানার চাকড়া গ্রামে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিত্যদিন পরিবারে দিন মজুর স্বামীর সঙ্গে স্ত্রীর ঝামেলা লেগেই থাকত। প্রতিবেশী মহেশ্বর মাহাতো জানান, “আজ সকালে মোবাইল দেখা নিয়ে স্বামী স্ত্রীর সামান্য ঝামেলা হয়। আর সেই পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে।”
জানা গিয়েছে, ৫ বছর ও ৩ বছর বয়সী মৃত দুই মেয়ের নাম পূর্ণিমা মাহাতো এবং রাখি মাহাতো। চিকিৎসাধীন ওই গৃহ বধূর নাম শীতলা মাহাতো।
দুই নিরপরাধ শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাতুয়াড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

