water, Chilkigar, টানা বৃষ্টির জের, চিল্কিগড়ে কজওয়ের উপর দিয়ে বইছে ডুলুং নদীর জল, নতুন সেতুর দাবি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২ আগস্ট: টানা বৃষ্টির জেরে জামবনী ব্লকের চিল্কিগড়ে ডুলুং নদীর জল কজওয়ের উপর দিয়ে বইছে। এর জেরে ঝড়গ্রাম ও জামবনী ব্লকের অন্যতম যোগাযোগের পথ বন্ধ হয়ে গিয়েছে। কজওয়ের উপর দিয়েই ঝুঁকি নিয়ে যানবাহন ও সাধারণ মানুষ যাতায়াত করছেন। এলাকার বাসিন্দারা নতুন করে সেতু তৈরির দাবি তুলছেন।

ডুলুং নদী জামবনী ব্লকের মাঝ বরাবর বয়ে গিয়েছে। জামবনী থেকে গিধনি যাওয়ার রাস্তায় চিল্কিগড়ে। কজওয়ে রয়েছে। অতিরিক্ত বৃষ্টি হলেই কজওয়ের উপর দিয়ে ডুলুং নদীর জল বইতে থাকে। ফলে ঝাড়গ্রাম ও জামবনী দু’টি ব্লকের বিস্তীর্ণ এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। কজওয়ের উপর বইতে থাকা জলের মধ্যে দিয়ে পারাপার করতে গিয়ে আগে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাত থেকে টানা বৃষ্টিতে জল কজওয়ের উপর দিয়ে বইছে। নদীর একদিকে জামবনী, বেনাগেড়িয়া, কেন্দুয়া, টুকলিগেড়িয়া, হরিণাগঞ্জ।

অপরদিকে চিল্কিগড়, খাসিবাঁধ, গিধনির মতো এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চিল্কিগড়ে নদীর একদিকে গ্রামীণ হাসপাতাল, রেল স্টেশন, ব্লক অফিস ছাড়াও একাধিক প্রশাসনিক দপ্তর রয়েছে। অপরপ্রান্তে জামবনী থানা। ঝড়গ্রাম থেকে গিধনি, চিচিড়া রুটে বহু বাস ও ট্রেকার এই পথে যাতায়াত করে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এলাকার বাসিন্দাদের ঘুরপথে ২০ কিমি পথ অতিক্রম করে যাতায়াত করতে হচ্ছে। ব্লকের বাসিন্দারা নতুন সেতু নির্মাণের দাবি তুলেছেন। দীর্ঘদিন ধরে দাবি না মেটায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

চিল্কিগড় এলাকার বাসিন্দা মানস জানা বলেন, টানা বৃষ্টি হলেই কজওয়ের উপর দিয়ে জল বইতে শুরু করে। সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। যেকোনও মুহূর্তে বড় বিপদ ঘটতে পারে। এখানে ওভারব্রিজ হওয়া খুবই দরকার। কিন্তু বাম আমল থেকে আজ পর্যন্ত সেই দাবি পূরণ হল না।

ঝাড়গ্রাম জেলা বিজেপির ভাইস প্রেসিডেন্ট দেবাশিস কুণ্ডু বলেন, বহুদিন থেকেই চিল্কিগড়ে ডুলুং নদীর উপর সেতু তৈরির দাবি উঠছে। কিন্তু সেই দাবি পূরণ হয়নি। টানা বৃষ্টি হলেই যাতায়াত বন্ধ হয়ে যায়। এলাকার মানুষ চরম সমস্যায় পড়েন। আমাদের দলের তরফ থেকে প্রশাসনের সর্বস্তরে সেতু তৈরির দাবি জানানো হয়েছে। কিন্তু এনিয়ে কারও কোনও উদ্যোগ নেই।

জামবনীর বিডিও দেবব্রত জানা বলেন, প্রশাসনের তরফে কজওয়ের উপর দিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। সাধারণ মানুষকেও যাতায়াত করা নিয়ে সচেতন করা হচ্ছে। অতিরিক্ত বৃষ্টির জেরে ঝাড়গ্রাম ব্লকের সাপধরা গ্রামে পুতরঙ্গি খালের উপর থাকা কালভার্টটি এদিন ভেঙ্গে যায়। যার জেরে ওই এলাকা দিয়ে ঝাড়গ্রাম ও জামবনীর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা অশোক মাহাত বলেন, ঝাড়গ্রাম ও জামবনী এই পথে অল্প সময়ে যাতায়াত করা যায়। তিন বছর আগে কালভাটটি তৈরি করা হয়েছিল। কালভার্ট ভেঙ্গে যাওয়ায় তিরিশ, কিমি ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *