স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৯ জানুয়ারি: জমি সংক্রান্ত বিবাদের জেরে এক যুবককে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তেহট্টের মৃগী এলাকায়। বৃহস্পতিবার ভোরের ঘটনা। মৃতের নাম হাসিবুর রহমান বিশ্বাস। বাড়ি ওই এলাকায়।
জানা যায়, এদিন প্রতিবেশী মহরম শেখ নামে এক যুবক হাসিবুরের ঘরে ঢুকে হাঁসুয়া দিয়ে তাকে কোপায় বলে অভিযোগ। শব্দ শুনে ওই যুবকের মা ছুটে এলে তাকেও মেরে পালিয়ে যায় অভিযুক্ত। চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরে প্রতিবেশী ওই যুবকদের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ চলছিল। তার জন্যই এই খুন বলে অনুমান পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।