আমাদের ভারত, জলপাইগুড়ি, ১ এপ্রিল: ১ এপ্রিল থেকে সব জায়গায় সঙ্গে জলপাইগুড়ি পুরসভায় শুরু হলো দুয়ারের সরকার কর্মসূচি। শনিবার শহরের মাদ্রাসা মাঠে শিবির শুরু হয়। এ দিনের শিবিরে শহরের বিভিন্ন প্রান্তের বাসিন্দারা বিভিন্ন সমস্যা নিয়ে, আবার অনেকে সরকারি সুবিধে নেওয়ার আবেদন জানান। রাজ্যজুড়ে এখনো পর্যন্ত ৩ লক্ষ ৭১ হাজার শিবির হয়েছে।
এদিন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, “প্রথম দিনে ১৪টি ক্যাম্প হচ্ছে। প্রথম দশ দিনে মোট ১২২টি ক্যাম্প হবে। মাদ্রাসা মাঠের শিবির হলো মূল ক্যাম্প শিবির। এরপর প্রত্যেক ওয়ার্ড ধরে ধরে শিবির করা হবে। ঝড় বৃষ্টি থেকে রক্ষা পেতেও একাধিক ব্যবস্থা রাখা হচ্ছে।”
এদিন শিবিরে আসা এক ছাত্রী বলেন,”খুব ভালো উদ্যোগ দুয়ারে সরকার। আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পড়াশোনার জন্য ঋণের আবেদন করতে এসেছিলাম।” আরও এক মহিলা কোস্তরিকা দাস বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করতে শিবিরে এসেছি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই উনি মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কাজ করছেন।”