আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৫ জুলাই: সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের স্মরণে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও’র পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের সাহায্য করা হল শিক্ষা সামগ্রী দিয়ে। “খাতা কলম অর্থ দাও, বন্ধু হতে হাত বাড়াও” এই কর্মসূচির আহ্বানে সাড়া দিয়ে সংগঠনের তমলুক ইউনিটের পক্ষ থেকে বহিচাড় হাইস্কুল সংলগ্ন রণসিংহা বাসস্ট্যান্ডের কাছে ৫১জন ছাত্র ছাত্রীদের খাতা, কলম, মাস্ক, টুপি ও শুকনো খাবার দেওয়া হল। এই এলাকার ৬টি গ্রামের ছাত্র ছাত্রীদের এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষক বরুণ বিশ্বাসের শহিদ বেদীতে মাল্যদান ও পুষ্পার্ঘ্যের মধ্যে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান শুরু হয়।
সংগঠনের দাবি খাতা, কলম ও খাদ্য সামগ্রী প্রদানের পাশাপাশি শিক্ষার দাবিতে ও এবছর সমস্ত ছাত্র ছাত্রীর পরীক্ষার ফি, ভর্তি ফি, সেমিস্টার ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালানো হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য উত্তম পাড়ই, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুদর্শন মান্না, তমলুক ইউনিটের সম্পাদক রাজকুমার মান্না ও অন্যান্য সদস্যরা।