স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৭ আগস্ট: মোবাইল চুরি করায় মদ্যপ যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল রোগীর পরিজনেরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন রোগীর আত্মীয় পরিজনেরা।
উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসার জন্য আসা রোগীরা ভর্তি থাকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। এরমধ্যে বেশকিছু মুমূর্ষু রোগীর পরিবারের লোকজনদের হাসপাতাল চত্বরে রাত্রিবাস করতে হয়। কিন্তু হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা ঢিলেঢালা থাকার সুযোগ নিয়ে বেশকিছু দুষ্কৃতী ও মদ্যপ যুবক মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘোরাফেরা করে। রোগীর পরিবারের লোকজনদের ঘুমিয়ে পরার সুযোগ নিয়ে মোবাইল, টাকা পয়সা নিয়ে তারা চম্পট দেয়। মঙ্গলবার রাতে এমনই এক মদ্যপ যুবক এক রোগীর এক পরিজনের মোবাইল চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ে যায়। ওই দুষ্কৃতীকে ঘেরাও করে ব্যাপক মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।