সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৭ সেপ্টেম্বর: আধুনিক প্রযুক্তির ব্যবহারে অতি সহজে ও নিরাপদে ড্রোনের সাহায্যে ধানের জমিতে কীটনাশক ছাড়ানোর কাজে ব্যাপক উৎসাহ ছাতনা ব্লকের গ্রামবাসীদের। জমিতে ড্রোনের মাধ্যমে ছড়ানো হয় কীটনাশক। এই ঘটনা দেখতে কৌতুহলী গ্রামবাসীদের ভিড় জমে যায়।
এতদিন পর্যন্ত হাঁটু পর্যন্ত গামবুট পরে বা পায়ে চট বেঁধে জমিতে নেমে অতি কষ্ট করে ও সাপের কামড়ের ঝঁকি নিয়েই মাঠে নেমে কীটনাশক ছড়াতে হতো।মাঠে নেমে কীটনাশক ছড়াতে গিয়ে সাপের কামড়ে প্রতিবছর প্রাণ হারান বহু কৃষক। এবার সেই ঝুঁকি এড়াতে ছাতনায় চাষের জমিতে কীটনাশক ছড়াতে ব্যবহার করা হলো ড্রোন। কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্রের উদ্যোগে ঝগড়াপুর গ্রামে প্রায় ৫০ বিঘা জমিতে ড্রোনের সাহায্যে কীটনাশক ছড়ানো হয়েছে মঙ্গলবার।
গ্রামের চাষিদের বক্তব্য, কয়েক মিনিটেই হচ্ছে এক বিঘা জমিতে কীটনাশক ছড়ানোর কাজ। এতে সময় ও পরিশ্রম কমার পাশাপাশি সাপের কামড়ে প্রাণহানির আশঙ্কা থাকছে না। এতে খুশি স্থানীয় কৃষকরা। তাদের বক্তব্য, এবার থেকে তারা এই পদ্ধতি ব্যবহার করবেন। এতে একসঙ্গে অনেকটা জায়গাজুড়ে কীটনাশক ছড়ানো যায়। অন্যদিকে ছোট ছোট এলাকায় কীটনাশক ছড়ানো হলে কীটপতঙ্গ সাময়িক নিরাপদ জায়গায় চলে যেত, পরে কীট নাশক কার্যক্ষমতা হারালে তারা ফিরে আসে। এখানে সেই সম্ভাবনা কম।