Kunal Ghosh, Carnival, দ্রোহ কার্নিভালের উদ্যোক্তারা ‘অরাজনীতির মুখোশধারী’, কটাক্ষ কুণালের

আমাদের ভারত, ১৫ অক্টোবর: “যাঁরা তথাকথিত দ্রোহের (অপকার, অনিষ্ট) কার্নিভালে থাকবেন, নির্দিষ্ট কিছু রাজনৈতিক সংগঠনের সামান্য কিছু অরাজনীতির মুখোশধারী, তাঁরা ন্যায়বিচারের নামে চেয়ারের রাজনীতি করছেন, লক্ষ্য অরাজকতা, চেষ্টা বাংলার কার্নিভালের বদনামের।”

মঙ্গলবার এই ভাষায় প্রকাশ্যে মন্তব্য করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি এক্সবার্তায় লিখেছেন, “যাঁরা পুজোর কার্নিভালে যাবেন, তাঁরা, বিপুল মানুষ, বাংলার উৎসব সংস্কৃতিতে আছেন; বিচ্ছিন্ন কুৎসিত সামাজিক অপরাধের নিন্দা ও ন্যায়বিচারের দাবিতেও আছেন। যাঁরা রেড রোডে থাকবেন, তাঁরাও ধর্ষক, খুনির ফাঁসি চান।

অন্যদিকে পুজো, উৎসব বয়কটের ডাকে জল ঢেলেছেন কোটি কোটি মানুষ, নিজেরাও দ্বিচারিতায় ধরা পড়েছেন অনেকে; এখন কার্নিভাল ভাঙিয়ে নিজেদের প্রচারের চেষ্টা। যেমন পুজো মানি না বলে মণ্ডপের পাশে স্টল করে বই বিক্রি; তেমনই কার্নিভালের কাছে নাটক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *