জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ জুন: খড়্গপুরে ছ’নম্বর জাতীয় সড়কের ওপর চৌরঙ্গী মোড়ে বিজ্ঞাপনে সিগন্যাল ঢেকে যাওয়ায় গাড়ির চালকদের সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। চৌরঙ্গী দিয়ে কলকাতা, মুম্বাই, কটক, ভুবনেশ্বর, জামশেদপুর, রাঁচি দুর্গাপুর ও আসানসোল থেকে যাতায়াত করা গাড়ির চালকরা জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এই চৌরঙ্গী মোড়ে বিজ্ঞাপনের হোডিংয়ের দৌরাত্ম্যে সিগন্যাল প্রায় দেখাই যায় না। ওড়িশার কটক – আসানসোল ষাট নম্বর এবং কলকাতা মুম্বাই ছ’ নম্বর জাতীয় সড়কের সংযোগস্থল খড়্গপুরের এই চৌরঙ্গী মোড় এলাকাটি অত্যন্ত দুর্ঘটনা প্রবণ বলে বছর তিনেক আগে মেদিনীপুর -খড়গপুর ডেভেলপমেন্ট অথরিটি এখানে গোল গোলাকৃতির একটি উদ্যান তৈরি করে সৌন্দর্যায়ন বাড়িয়ে মাঝখানে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা করে। সেইসঙ্গে লোহার রেলিং দিয়ে ঘেরা উদ্যানের চারপাশে সোলার বাতি লাগানো হয়। পরে সেইসব বাতি স্তম্ভের গায়ে বিজ্ঞাপনের বড় বড় হোডিং লাগানো হয়। গাড়িচালকদের অভিযোগ, একদিকে সৌর প্লেট অন্যদিকে বিজ্ঞাপনের হোডিংয়ে সিগনাল ঢেকে যাওয়ায় প্রচন্ড সমস্যায় পড়ছেন ছোট বড় সমস্ত গাড়ি চালক। তারা সামান্য দূর থেকেও সিগন্যাল দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ।

খড়গপুর- মেদিনীপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দিনেন রায় জানান, ইতিমধ্যেই উদ্যানের ভেতরে থাকা হরিণগুলির মুখ ঘুরিয়ে দেওয়ায় কিছুটা সমস্যা কাটানো গেছে। যেটুকু সমস্যা রয়েছে দপ্তরের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

