জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ আগস্ট: শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ পূর্ব মেদিনীপুরের ইটাবেড়িয়া থেকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল যাওয়ার সময় ভগবানপুরের শক্তিয়া বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস নয়ানজুলিতে পড়ে যায়। এই সময় আহত যাত্রীদের চিৎকার চেঁচামেচি শুনেও চালক ও খালাসী বাস ছেড়ে পালিয়ে যায়। এরপর স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাগ্রস্ত বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করেন। ভূপতিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজন আহত যাত্রীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ ক্রেনের সাহায্যে বাসটিকে নয়ানজুলি থেকে তুলে থানায় নিয়ে গেছে।

