স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদীয়া , ১৮ ডিসেম্বরঃ
ইট বোঝাই ট্রাক্টার উল্টে মৃত্যু হল চালকের। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে শান্তিপুরে।bমৃত ট্রাক্টর চালকের নাম নারায়ণ রায়।
সূত্রের খবর, শান্তিপুর থানার বাগআঁচড়া এলাকার বাসিন্দা নারায়ণ রায় মনোজ নামে এক ব্যক্তির ট্রাক্টার চালাতেন। জানা যায় , বুধবার সকালে ইট ভাটা থেকে ইট বোঝাই করে আসার সময় শান্তিপুরের সাহেব ডাঙ্গার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়নজুলিতে উল্টে যায়। ট্রাক্টারের নীচে চাপা পড়ে মৃত্যু হয় চালক নারায়ণ রায়ের। পরে খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনাগ্রস্থ ট্রাক্টারটি আটক করেছে পুলিশ।