নদিয়ায় ওয়াকিটকি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৮ নভেম্বর: এক গাড়ির চালককে ওয়াকিটকি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় উত্তেজনা নদিয়ার জেলা শহর কৃষ্ণনগরে। ঘটনার প্রতিবাদে ও দোষী পুলিশের শাস্তির দাবিতে বাসস্ট্যান্ড এলাকায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ করে দিল স্থানীয় গাড়িচালক ও সাধারণ মানুষ।

সূত্রের খবর, সোমবার আনুমানিক সকাল ১০টা নাগাদ কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের কাছের রাস্তায় এক গাড়িকে আটকায় কৃষ্ণনগর ট্রাফিক পুলিশ। কিছুক্ষণ পরে হঠাৎই এক ট্রাফিক পুলিশ এসে ওই চালককে দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞাসা করে ও চলে যেতে বলে। ওই চালক তখন ডানদিকে যেতে চাইলে ওই পুলিশ কর্মী তাকে মারধর করে বলে অভিযোগ। সেই মারের প্রতিবাদ করলে ওয়াকিটকি দিয়ে ওই চালকের মাথায় মেরে মাথা ফাটিয়ে দেয় ওই পুলিশ কর্মী।

এই ঘটনার কথা জানার পরই ক্ষোভে ফেটে পড়েন এলাকার গাড়িচালক, ব্যবসায়ী ও পথচারীরা। অবরুদ্ধ হয়ে পড়ে গোটা এলাকা।স্থানীয়দের দাবি যতক্ষণ পর্যন্ত ওই পুলিশ কর্মী ঘটনাস্থলে এসে ক্ষমা না চাইছেন ও প্রশাসন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করছেন, ততক্ষণ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *