জে মাহাতো, মেদিনীপুর, ১৩ নভেম্বর:
মেদিনীপুর শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্থানীয় সাংসদ দিলীপ ঘোষের ছবিতে পানের পিক ফেলার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছেl রাতের অন্ধকারে কারা এই কাজ করেছে তা নিয়ে শনিবার দিনভর শহর জুড়ে চর্চা চলেছেl
জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূলের মদতে দুষ্কৃতীরা এই কাজ করেছেl জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে শুক্রবার রাতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে বলেন, কোনও সচেতন রাজনৈতিক কর্মী বা নাগরিক এই কাজ করতে পারে নাl এটা জেহাদীদের কাজl দেশদ্রোহীরাই এভাবে প্রধানমন্ত্রীর ছবিতে নোংরা ফেলতে পারেl কয়েকদিন আগে ক্রিকেটে পাকিস্তানের কাছে ভারত হেরে যাওয়ায় যারা বোমা ফাটিয়েছিল এটা সেই সব জেহাদিদের কাজl
পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সূত্রে জানা গেছে, কিছুদিন আগে দিলীপ ঘোষ মেদিনীপুর শহরে এসেছিলেনl তাকে স্বাগত জানানোর জন্য শহরের গোলকুয়াচক এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের ছবির একটি ফ্রেম-বন্দী ব্যানার লাগানো হয়েছিলl শুক্রবার সেই ব্যানারে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের ছবির মুখে কেউ বা কারা পানের পিক ফেলে দেয়l জেলা বিজেপি সহ সভাপতি অরূপ দাসের অভিযোগ, তৃণমূলের প্রচ্ছন্ন মদতে দুষ্কৃতীরা এই কাজ করে থাকতে পারেl পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলেই কারা এই কাজ করেছে তা বেরিয়ে
আসবেl জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা এ প্রসঙ্গে বলেন, এ ধরনের কাজ তৃণমূল সমর্থন করে না, এটা খুবই নিন্দনীয় ঘটনাl এ ধরনের সংস্কৃতি মেদিনীপুর শহরে চলে নাl