সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১০ ডিসেম্বর: পাচার হওয়ার আগেই কোটি কোটি টাকার সোনা উদ্ধার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দার শাখা (ডিআরআই)। গোটা ভারতজুড়ে তল্লাশি চালিয়ে অবশেষে কলকাতা, রায়পুর এবং মুম্বই থেকে প্রায় ৪২ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১৬.৫ কোটি টাকা। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার জেরে ইতিমধ্যেই ১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ধৃতরা হল গোবিন্দ মালভিয়া, আন্না রাম, মহেন্দ্র কুমার, ফিরোজ মোল্লা, সুর্য মাগাবুল মোল্লা, কৈলাস জগতাপ, বিশাল অঙ্কুশ, গোপারাম, মিলন কুমার, সাহিল জৈন।
জানা গিয়েছে, ডিআরআই অভিযুক্ত গোবিন্দ মালবিয়া, ফিরোজ মোল্লার আবাসন থেকে বিপুল পরিমাণে সোনা উদ্ধার করেছে। প্রায় ২৬ কেজির বেশি বিদেশি সোনার বার, বিস্কুট সহ সোনার গয়না উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১০ কোটির ওপর। শুধু এখানেই শেষ নয়, গোয়েন্দাদের কাছে খবর রয়েছে যে, গোবিন্দের কাছে ট্রেনে করে আরও সোনা আসার কথা রয়েছে।
অন্যদিকে, রায়পুর এবং মুম্বই থেকে ৮ ও ৭ কেজি সোনার সামগ্রী উদ্ধার হয়েছে। উল্লেখ্য, চলতি বছরেই পুর্বাঞ্চল থেকে ডিআরআই প্রায় ২১৯ কেজি সোনা উদ্ধার করেছে।