আমাদের ভারত,১৩ জানুয়ারি: নির্দিষ্ট পোশাক বিধি চালু হলো কাশী বিশ্বনাথ মন্দিরে। এবার থেকে মন্দিরের গর্ভগৃহে ঢুকতে গেলে কোনও পশ্চিমী পোশাক পরে যাওয়া চলবে না। ছেলেদের পরতে হবে ধুতি-পাঞ্জাবি এবং মেয়েদের জন্য শাড়ি। এই সিদ্ধান্ত নিয়েছে কাশী বিশ্বনাথ মন্দির পরিষদ।
মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে পুরুষ ও মহিলা উভয়ের জন্যই কার্যকর হতে চলেছে এই নয়াবিধি। পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে প্যান্ট শার্ট বা জিন্স টপ পরে কেউ যদি মন্দিরে ঢোকেন তাঁদের নির্দিষ্ট জায়গার পর আর এগোতে দেওয়া হবে না। তারা গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না। অনেক দুর থেকে বিশ্বনাথ দর্শন সারতে হবে। পূজো দিতে যদি মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হয় তাহলে মানতে হবে নতুন পোশাক বিধি।
কবে থেকে এই বিধি কার্যকর হবে তার নির্দিষ্ট দিন এখনোও ঘোষণা করা হয়নি। তবে খুব তাড়াতাড়ি এই নিয়ম কার্যকর হবে বলেও জানানো হয়েছে মন্দির পরিষদের তরফে।
দক্ষিণ ভারতের একাধিক মন্দিরে এই পোশাক বিধি রয়েছে। নির্দিষ্ট পোশাক পরে তবেই ঢোকা যায় মন্দিরের ভেতরে। এবারে এই পোশাক বিধি চালু হতে চলেছে কাশী বিশ্বনাথের মন্দিরেও।